Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর যে সব শিশু অনাথ, মহিলারা স্বামীহারা হয়ে সহায় স্বম্বলহীন হয়ে পরে তাদের পূনর্বাসন এর উদ্দেশ্য ২রা ফেব্রুয়ারি ১৯৭৩ইং সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে অনাথ শিশু দুঃস্থ মহিলাদের রক্ষনাবেক্ষণ পুনর্বাসন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে শুধু অনাথ ছেলেমেয়েদের জন্য শিশু সদন নামে রুপান্তর করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯৯০ সালে ছেলে নিবাসীদের জামালপুর  শিশু সদন  প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়। ১৯৯৯ সালে ছেলে ও মেয়েদের পারিবারিক পরিবেশে লালন পালন করার উদ্দেশ্যে সরকারি শিশু পরিবারে রূপান্তর করা হয়। বর্তমানে সারা বাংলাদেশে ৮৫টি শিশু পরিবার রয়েছে। ৮৫ টি শিশু পরিবারের মধ্যে ৪৩ টি বালক, ৪১ টি বালিকা ও ০১ টি মিশ্র। অনুমোদিত আসন সংখ্যা-১০৩০০ জন। শিশু পরিবারে ৬-৯ বৎসর বয়সী এতিম, অনাথ শিশু ভর্তি হয়ে ১৮ বৎসর পর্যন্ত লালিত পালিত হয়।